কর্মসংস্থান ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশিত হয়েছে। কর্মসংস্থান ব্যাংকে শূণ্য পদ পূরণের লক্ষ্য এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই ব্যাংকে সরাসরি নিয়েগের ক্ষেত্রে বাংলাদেশের প্রকৃত নাগরিকের কাছে আবেদন পত্র অনলাইনে আহবার করেছেন ব্যাংক কতৃপক্ষ। ২৫ জুন ২০২৩ তারিখে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আমরা এই আর্টিকেলটিতে এই চাকরি বিষয়ে সকল তথ্য প্রদান করার চেস্টা করেছি। কর্মসংস্থান ব্যাংকে চাকরির বিস্তারিত তথ্য জানতে আমাদের এই পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আমরা এখানে প্রতিটি পদের বিবরণ থেকে শুরু করে আবেদন প্রক্রিয়া পর্যন্ত সকল বিষয়ে বিস্তারিত তথ্য প্রদান করেছি।
কর্মসংস্থান ব্যাংকে চাকরি ২০২৩
কর্মসংস্থান ব্যাংক হলো রাষ্ট্রমালিকানাধীন একটি আর্থিক প্রতিষ্ঠান। কর্মী ব্যবস্থাপনা, প্রশিক্ষণ ও মানব সম্পদ বিভাগ এর বিকভিন্ন পদে এই নিয়োগ প্রদান করা হবে। বাংলাদেশের সঠিক যোগ্যতা সম্পন্ন নাগরিকদের পরীক্ষার মাধ্যেমে সেরা দের এই সকল পদের জন্য বেছে নেওয়া হবে। সহকারী অফিসার (সাধারণ), সহকারি অফিসার (ক্যাশ) এবং ডাটা এন্ট্রি অপারেটর পদে এই বিশাল নিয়োগ প্রদান করা হবে। তবে চলুন জেনে নেওয়া যাক কোন পদে ঠিক কত জন প্রার্থীকে নিয়োগ প্রদান করা হবে।
- সহকারী অফিসার (সাধারণ)=৪৫ জন
- সহকারি অফিসার (ক্যাশ)= ৫২ জন
- ডাটা এন্ট্রি অপারেটর= ১৬০ জন
প্রতিটি পদের আবেদনের জনস্য একাটি নির্দিষ্ট যোগ্যতা রয়েছে আর তা হলো শিক্ষাগত যোগ্যতা। এই তিনটি পদে আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন তা বিজ্ঞপ্তিতে পদের পাশে উল্লেখ করা আছে।
আবেদন ফরমপূরণ এবং প্রয়োজনীয় শর্তাবলী
- ‘O’Level এবং ‘A’ Level পাশ কার প্রার্থী হলে শিক্ষা বোর্ড থেকে ইসুকৃত ইকুইভেলেন্স সার্টিফিকেট। আর বিদেশী বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ধারী হলে দেশীয় বিশ্ববিদ্যালয় মন্জুরি কমিশন হতে ইসুকৃত ইকুইভেলেন্স সার্টিফিকেট। এবং ফলাফলের বিবরণ প্রদান করতে হবে।
আরও পড়ুন :- বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে চাকরি বিজ্ঞপ্তি ২০২৩
বয়স ২৬-০৬-২০২৩ অনুসারে :
- সাধারণ প্রার্থীর বয়স ১৮ হতে৩০ বছর।
- মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধিদের ক্ষেত্রে বয়স ১৮ হতে ৩২ বছর।
- বয়সের ক্ষেত্রে এফিডেফিট গ্রহণ যোগ্য নয়।
- জন প্রশাসণ মন্ত্রনালয়ের ২২-০৯-২০২২ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে যেসকল প্রার্থীর বয়স ২৫ মে ২০২০
- তারিখে বয়সসীমার মধ্যে ছিল সে সকল প্রার্থীরা আবেদন করতে পারবেন।
- প্রার্থীকে প্রাথমিক ভাবে কোন কাগজ প্রেরণ করতে হবে না।
- ১ ও ২ নং প্রার্থীদের MCQ ও লিখিত পরীক্ষা এবং ৩ নং পদের MCQ ও লিখিত এবং এ্যাপ্টিচ্যুড টেস্ট গ্রহণ করা হবে।
- সকল ধাপে উত্তির্ণ প্রার্থীদের বিজ্ঞপ্তি অনুসারে সকল কাগজ ১ম শ্রেণির গেজেট বা ১ম শ্রেণির ব্যাংক কর্মকর্তা দ্বারা সত্যায়িত কাগজ আহবান করা হবে।
- এবং কাগজ সঠিক হলে প্রার্থীদের গ্রহণ করা হবে মৌখিক পরীক্ষা।
- ৪ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি।
- অনলাইনে পূরণ করা আবেদন পত্র।
- সকল শিক্ষাগত যোগ্যতার মূল ও সাময়িক সনদ পত্র।
- ডাটা এন্ট্রি অপারেটর বা কম্পিউটার প্রশিক্ষণের নূন্যতম ৬ মাস এর সনদ।
- নাগরিক সনদ পত্র।
- মুক্তিযোদ্ধার কোটার ক্ষেত্রে সরকারের সর্বশেষ বিধি অনুসারে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয় থেকে প্রাপ্ত সনদ।কর্মসংস্থান ব্যাংকে আবেদনকারি মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধা কোটার প্রার্থী হলে মুক্তিযোদ্ধা সজ্ঞে প্রার্থীর কি সম্পর্ক তা উল্লেখ করে ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন কতৃক স্বাক্ষর করা প্রত্যায়ন পত্র প্রদান করতে হবে।
- এতিম প্রার্থীদের সমাজসেবা অধিদপ্তর কর্তৃক প্রাপ্ত সনদ।
- প্রতিবন্ধিদ প্রার্থীর ক্ষেত্রে উপযুক্ত সনদ।
- আনসার এবং উপজাতি কোটার ক্ষেত্রে উপযুক্ত সনদ প্রদর্শন করতে হবে।
- এমসিকিউ এবং লিখিত পরীক্ষার পএবশ পত্র ফটোকপি।
- চাকরিজীবি প্রার্থীদের ক্ষেত্রে উক্ত প্রতিষ্ঠানের অনমতি নিয়ে আবেদন করতে হবে।
কর্মসংস্থান ব্যাংকে অনলাইনে আবেদন পদ্ধতি
- আবেদনের লিংক www.bdjobs.com/kb তে প্রবেশ কতরতে হবে।
- অনলাইন আবেদন ফরমে প্রার্থীর সঠিক তথ্য প্রদান করতে হবে।
- প্রার্থীর রঙিন ছবি এবং স্বাক্ষর JPG Formet এ আপলোড করতে হবে।
- তথ্য সঠিক ভাবে প্রেরণ করা হলে প্রার্থী Application ID এবং Login ID সহ একটি Appliciant ID পাবেন।
কর্মসংস্থান ব্যাংকের চাকরিতে আবেদনের শেষ তারিখ ২০২৩
বাংলাদেশ কর্মসংস্থান ব্যাংকের প্রকাশিত এই বিশাল নিয়োগে যোগ্য প্রার্থীদের নিয়োগ পরীক্ষার মাধ্যেমে চাকরি জন্য বাছাই করা হবে আবেদনের জন্য একটি যোগ্যতা থাকা আবশ্যক। ভিন্ন ভিন্ন এই ৩ টি পদের এই নিয়োগে যোগ্য প্রার্থীদের নিকট হতে আবেদন আহবান করা হয়েছে।
- অনলাইনে আবেদন শুরুর তারিখ ২৬/০৬/২০২৩খ্রি.
- অনলাইনে আবেদনের সময় শেষ এর তারিখ ১৬/০৭/২০২৩ খ্রি.
- KB আবেদন ফি জমাদানের সময় ৭২ ঘন্টা।
আবেদন ফি জমাদানের নিয়োম
বিজ্ঞপ্তি তে প্রকাশ করা হয়েছে যে আবেদন ফি হলো ২০০ টাকা। আর সর্ভিস চার্জ বাবদ আরও ৪ টাকা মোট ২০৪ টাকা প্রার্থীদের আবেদন ফি প্রদান করতে হবে। আবেদন ফি নগদ অ্যাপ দিয়ে প্রদান করতে হবে। আমরা এই আর্টিকেলে নগদ অ্যাপ এবং নগদ USSD এর সাহায্য আবেদন ফি প্রদান করার সঠিক নিয়োম প্রদান করেছি।
নগদ APP থেকে ফি প্রদান : নগদ APP এর বিল পে অপশনে ক্লিক করুন>KBJOB লিখে সার্চ করুন> JOB Reference ID টাইপ করে Mobile Number প্রদান করুন। সকল তথ্য প্রেরণ করার পরে নগদের পিন টাইপ করুন এবং চাপ দিয়ে ধরে রাখুন। ফি প্রদান শেষে কনফর্মেশন মেসেজ রিসিভ করুণ এবং বিল পে রিসিট ডাউনলোড করুন।
নগদ USSD থেকে ফি প্রদান : *167# ডায়াল করুন>5 Bill Pay লিখে সেন্ড করুন> 12( others )লিখে সেন্ড করুন > 1(Biller A?C Number) লিখে সেন্ড করুন> Biller A?C Number(1326)টাইপ করুন> JOB Reference ID লিখে>Mobile Number প্রদান করুন এবং পিন দিন। পেমেন্ট শেষে কনফর্মেশন মেসেজ পাবেন।
কর্মসংস্থান ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড ২০২৩
নিয়োগ পরীক্ষার পূর্বে প্রার্থীর ফোনে এসএমএস এর মাধ্যেমে প্রবেশ পত্র ডাউনলোড এর বিষয় জানানো হবে। প্রবেশ পত্র ডাউনলোড এর সময় আবেদনের সময় প্রাপ্ত Application ID এবং Login ID প্রয়োজন হবে। আমরা এখানে কর্মসংস্থান ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করার সঠিক পদ্ধতি বর্ণনা করেছি:-
- www.bdjobs.com/kb এই লিংকে প্রবেশ করতে হবে।
- Application ID এর স্থানে Application ID বসাতে হবে।
- পাসওয়ার্ড এর স্থানে আবেদনের সময় প্রাপ্ত পাসওয়ার্ড বসাতে হবে।
- সিকিউরিটি কোড সঠিক ভাবে প্রদান করতে হবে।
- সব শেষে সাবমিট বাটনে ক্লিক করলে প্রবেশ পত্র পাওয়া যাবে।
মন্তব্য
কর্মসংস্থান ব্যাংক চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে এখানে বিস্তারিত আলোচনা করেছি। আশা করি কর্মসংস্থান ব্যাংক চাকরি ক্ষেত্রে সকল তথ্য পেয়ে গেছেন এবং আপনারা খুব সহজেই এখন এই বিজ্ঞপ্তি ডাউনলোড করে প্রার্থীরা যোগ্যতা মতাবেক আবেদন করতে পারবেন। কিন্তু তবুও ব্যাংকে নিয়োগ পরীক্ষার সম্পর্কে জানতে কোন প্রকার সমস্যার সম্মুখীন হতে হয় তাহলে অবশ্যয় আমাদের কমেন্ট করে জানাবেন, আমরা যত দ্রুত সম্ভব কর্মসংস্থান ব্যাংক চাকরির সমাধান প্রদান করার চেষ্টা করব।