ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত ৭ কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩
৭ কলেজে ভর্তি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত ৭ কলেজ ভর্তি বিজ্ঞপ্তি শিক্ষাবর্ষ (২০২২-২০২৩) এখানে প্রকাশ করা হয়েছে। এই ৭ টি কলেজে ভর্তি পরীক্ষার মাধ্যেমে ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে। শিক্ষাবর্ষ (২০২২-২০২৩) এ ভর্তির লক্ষ্য এখানে প্রকাশ করা হয়েছে ভর্তি বিজ্ঞপ্তি। ৭ কলেজের আসন শুধু মাত্র ছাত্রদের জন্য সংরক্ষিত থাকবে। ইডেন মহিলা কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ এর আসন মহিলাদের জন্য। বাকি ৪টি কলেজে ছেলে এবং মেয়ে উভয় আবেদন করতে পারবেন। বাণিজ্য বিভাগে ভর্তির এই প্রক্রিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডি বিভাগের মাধ্যেমে সম্পন্ন করা হবে। এবং এই সাত কলেজ হতে অর্জন করা ডিগ্রি এর সনদ ঢাকা বিশ্ব বিদ্যালয় কতৃক প্রদান করা হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত ৭টি কলেজ
- ঢাকা কলেজ
- কবি নজরুল সরকারি কলেজ
- ইডেন মহিলা কলেজ
- বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ
- সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ
- সরকারি বাঙলা কলেজ
- সরকারি তিতুমির কলেজ
৭ কলেজে ভর্তির যোগ্যতা
- উচ্চ মাধ্যমিক পর্যায়ে ব্যাবসায় শিক্ষা /এ লেভেল/বিজনেস ম্যানেজমেন্ট-এ উত্তির্ণ শিক্ষার্থীরা এই বিভাগে আবেদন করতে পারবেন।
২০১৭ হতে ২০২০ পর্যন্ত মাধ্যমিক বা সমতুল্য এবং ২০২২ সালের উচ্চ মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষঅয় যারা উত্তির্ণ হয়েছেন সে সকল পরীক্ষর্থীরা আবেদন করতে পারবেন। - ভর্তি পরীক্ষঅয় অংশ গ্রহনের জন্য ব্যাবসায় শিক্ষায় উচ্চ মাধ্যমিক এবং বিজনেস ম্যানেজমেন্ট পরীক্ষঅয় উত্তীর্ণ প্রার্থীদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বা তার সমমানের পরীক্ষায় জিপিএ এর যোগ ফল মোট ৬.৫০ আছে সে সকল প্রার্থীরায় শুধু মাত্র ভর্তির জন্য আবেদন করতে পারবেন।
উচ্চ মাধ্যমিক হতে বিজনেস ম্যানেজমেন্ট প্রার্থীদের একাউন্টিং বিষয় থাকা আবশ্যক এবং উক্ত বিষয়ে ৩.০০ পয়েন্ট অবশ্যই থাকতে হবে।
IGCSE/O Level- এ অন্তত ৫টি বিষয়ে এবং IAL/GCE A Level- এ অন্তত ২ টি বিষয়ে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীরা ভর্তির জন্য আবেদন করতে পারবেন। এবং যাদের A Level – এ Business Studies/ Accounting/ Economics/ Mathematics এউ সকল বিষয়ের মধ্যে যে কোন একটি বিষয় ছিল তারা আবেদন করতে পারবেন।
২০২২-২০২৩ শেসনে ব্যবসায় শিক্ষা বিভাগের ভর্তি পরীক্ষা
- ভর্তি পরীক্ষা ২৪ জুন ২০২৩ তরিখে রোজ শনিবার সকাল ১১:০০ ঘটিকায় অনুষ্ঠিত হবে।
- পরীক্ষার্থীদের পরীক্ষার স্থান https://collegeadmission.eis.du.ac.bd ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
- পরীক্ষায় Maltiple Choice Question ( MCQ ) প্রশ্ন পত্রে নির্দেশ মতাবেক উত্তর প্রদান করতে হবে।
- পরীক্ষার কেন্দ্রে ক্যলকুলেটর বা অন্য কোন ইলেকট্রনিক ডিভাইস আনা যাবে না।
- মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক প্রাপ্ত নম্বকর গ্রেড এবং ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর হিসেবে মেধা তালিকা করা হবে।
- ১২০ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মেধা তালিকা করা হবে।
- মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় প্রাপ্ত জিপিএ কে ১০ নম্বর
- উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় প্রাপ্ত জিপিএ কে ১০ নম্বর
- এবং ভর্তি পরীক্ষার ১০০ নম্বরে বিভক্ত এই ১২০ নম্বর।
- ৭ কলেজে ভর্তি পরীক্ষার সময় ১ ঘন্টা
- বাংলা বা ইংরেজি বিষয়ে ভর্তি হতে ইচ্ছুক পরীক্ষার্থীদের উক্ত বিষয়ে ১০ নম্বর পেতে হবে।
- পরিসংখ্যান বিষয়ে ভর্তির জন্য উচ্চ মাধ্যমিক পর্যায়ে গণিত থাকতে হবে।
- ইসলামিক স্টাডিজ/আরবি বিষয়ে ভর্তি ইচ্ছুক তাদেরকে দাথিল/আলিম/ উচ্চ মাধ্যমিক পর্যায়ে ইসলাম শিক্ষা/ আরবি থাকা বাধ্যতা মূলক।
ব্যবসায় শিক্ষা ভর্তি পরীক্ষার নম্বর বন্টন
ব্যবসায় শিক্ষা:
বাংলা | আবশ্যক | ২০ |
ইংরেজি | আবশ্যক | ২০ |
হিসাববিজ্ঞান | আবশ্যক | ২০ |
ব্যবসায় নীতি ও প্রয়োগ | আবশ্যক | ২০ |
মার্কেটিং/ ফিন্যান্স ও বিমা | ( যেকোন একটি) | ২০ |
মোট = ১০০ |
A Level
English | ( Compulsory ) | 25 |
Advanced English | ( Compulsory ) | 25 |
Business Studies | 25 | |
Accounting | 25 | |
Economics | 25 | |
Mathametics | 25 | |
Total = 100 |
Business Studies, Accounting, Economics, Mathametics এই ৪ টি বিষয়ের মধ্যে যে কোন ২ টি বিষয়ের প্রশ্নের উত্তর প্রদান করতে হবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক প্রাপ্ত নম্বকর গ্রেড এবং ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর হিসেবে মেধাক্রমে আন্ডারগ্রেজুয়েট প্রোগ্রাম কোর্সে মোট ৪৮৯২ জন। মেধাক্রমে ৪৫০২ জনেএবং কোটায় ৩৯০ জন প্রার্থীকে ভর্তি করানো হবে। ভর্তি পরীক্ষায় ১০০ মার্কের মধ্যে সকল শিক্ষার্থীকে ৪০ নম্বর পাওয়া আবশ্যক কোটার ক্ষেত্রে ও নিয়োম একই।
কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে ভর্তি
মানবিক বিভাগ ব্যতিত অন্য বিভাগ এই ইউনিটে উত্তির্ণ শিক্ষার্থী কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ পরীক্ষায় অংশ গ্রহণ করলে অন্য বিভাগে প্রার্থীর প্রার্থীতদা বতিল বলে গণ্য হবে। এবং এই বিভাগে ভর্তি আগ্রহী অন্য বিভাগের প্রার্থীগণ তাদের নিজ নিজ বিভাগের নির্দেশনা অনুসরণ করবেন।
আবেদনের যোগ্যতা
- ২০১৭ হতে ২০২০ পর্যন্ত মাধ্যমিক বা সমতুল্য এবং ২০২২ সালের মানবিক শাখায় উচ্চ মাধ্যমিক বা তার সমতুল্য অথবা আলিম অথবা IAL/ A Level পরীক্ষায় মানাবক বিভাগের বা সমমানের বিদেশি ডিগ্রিধারী হতে হবে।
- ভর্তি পরীক্ষায় অংশ গ্রহনের জন্য প্রার্থীদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বা তার সমমানের পরীক্ষায় জিপিএ এর যোগ ফল মোট ৬.০০ আছে সে সকল প্রার্থীরায় শুধু মাত্র ভর্তির জন্য আবেদন করতে পারবেন।
- উচ্চ মাধ্যমিক হতে বিজনেস ম্যানেজমেন্ট প্রার্থীদের একাউন্টিং বিষয় থাকা আবশ্যক এবং উক্ত বিষয়ে ৩.০০ পয়েন্ট অবশ্যই থাকতে হবে।
IGCSE/O Level এবং IAL/GCE A Level বা সমমানের বিদেশি ডিগ্রিধারীদের ক্ষেত্রে সমতা নিরুপণ করতে হবে। প্রার্থীদের নিজ নিজ বিভাগের যোগ্যতা পূরণ করতে হবে। - যে সকল পরীক্ষার্থী ২০১৭ বা তার পরে অনুষ্ঠিত IGCSE/O Level পরীক্ষায় ৫টি বিষয়ে এবং ৩১ জুলাই ২০২২ সালের পরে প্রকাশিত ফলে ২ টি বিষয়ে উত্তির্ণ হতে হবে (IAL/GCE A Level এর সর্বশেষ পরীক্ষারন সনদ উক্ত পরীক্ষার পাশের বছর হিসেবে ধরা হবে) এবং উক্ত ৭ টি বিষয়ের ৪ টিতে B এবং ৩টি বিষয়ে C গ্রেড পেয়েছে তাদের এবং অন্যন্য ডিপ্লোমা ডিগ্রিধারী পরীক্ষার্থীদের ভর্তি হতে অনলাইনে আবেদন করতে হবে।
- IGCSE/O Level এবং IAL/GCE A Level পরীক্ষঅয় প্রাপ্ত লেটার গ্রেড পয়েন্ট A=5.0, B=4.0, C=3.5, D=3.0
আরও পড়ুন :- ডিগ্রি ৩য় বর্ষ পরীক্ষার ফলাফল ২০২৩
কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ পরীক্ষার নম্বর বন্টন
ভর্তি পরীক্ষা ১৬ জুন ২০২৩ তরিখে রোজ শুক্রবার সকাল ১১:০০ ঘটিকায় অনুষ্ঠিত হবে। মোট ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে। বাংলাদেশ ও আন্তর্জাতিক ঘটনা এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে পঠিত বিষয় পৌরনীতি ও সুশাসন, সমাজ বিজ্ঞান, অর্থনীতি, ইতিহাস, ইসরামের ইতিহাস, যুক্তি বিদ্যা, ভূগোল, ধর্ম বিষয়ে প্রশ্ন করা হবে। ১২০ নম্বরের ভিত্তিতে পরীক্ষা গ্রহণ ও শিক্ষার্থীদের মেধা তালিকা করা হবে। মাধ্যমিক বা সমমানের এবং উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ২ দিয়ে গুণ করে এই ২ এর যোগফল ১০০ মার্ক এর MCQ পরীক্ষার প্রাপ্ত নম্বরের সাথে যুক্ত করে মেধা তালিকা প্রকাশ করা হবে।
- মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় প্রাপ্ত জিপিএ কে ১০ নম্বর
- উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় প্রাপ্ত জিপিএ কে ১০ নম্বর
- এবং ভর্তি পরীক্ষার ১০০ নম্বরে বিভক্ত এই ১২০ নম্বর।
বাংলা | ২৫ |
ইংরেজি | ২৫ |
সাধারণ জ্ঞাণ | ৫০ |
মোট ১০০ |
মেধাক্রম নির্ণয়
- দুই বা ততধিক প্রার্থীর নম্বর সমান হলে পরীক্ষায় বাংলা বা ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধা তালিকা প্রকাশ করা হবে।
- উচ্চ মাধ্যমিক/সমমানের পরীক্ষায় জিপিএ ৪র্থ বিষয় ব্যাতিত
- উচ্চ মাধ্যমিক/সমমানের পরীক্ষায় জিপিএ ৪র্থ বিষয়সহ
- মাধ্যমিক/সমমানের পরীক্ষায় জিপিএ ৪র্থ বিষয় ব্যাতিত
- মাধ্যমিক/সমমানের পরীক্ষায় জিপিএ ৪র্থ বিষয়সহ
- এসকল উপায়ে মেধাক্রম না করা গেলে কতৃপক্ষ অন্য উপায় অবলম্বন করবেন।
- এই পরীক্ষার ফলাফল ৭ দিনের মধ্যে প্রকাশ করা হবে।
- বাংলা বা ইংরেজি বিষয়ে ভর্তি হতে ইচ্ছুক পরীক্ষার্থীদের উক্ত বিষয়ে ১০ নম্বর পেতে হবে।
- পরিসংখ্যান বিষয়ে ভর্তির জন্য উচ্চ মাধ্যমিক পর্যায়ে গণিত থাকতে হবে।
- ইসলামিক স্টাডিজ/আরবি বিষয়ে ভর্তি ইচ্ছুক তাদেরকে দাথিল/আলিম/ উচ্চ মাধ্যমিক পর্যায়ে ইসলাম শিক্ষা/ আরবি থাকা বাধ্যতা মূলক।
- অন্য বিষয়ে ভর্তিতে উচ্চ মাধ্যমিক/সমমানের পরীক্ষায় উক্ত বিষয়ে ৪০% নম্বর থাকতে হবে।
ঢাকা ৭ কলেজ বিজ্ঞান বিভাগে ভর্তি ২০২২-২৩ শেসন
আবেদনের যোগ্যতা
- ২০১৭ হতে ২০২০ পর্যন্ত মাধ্যমিক বা সমতুল্য এবং ২০২২ সালের বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক বা তার সমতুল্য অথবা আলিম অথবা IAL/ A Level পরীক্ষায় বিজ্ঞান বিভাগের বা সমমানের বিদেশি ডিগ্রিধারী হতে হবে।
- ভর্তি পরীক্ষায় অংশ গ্রহনের জন্য প্রার্থীদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বা তার সমমানের পরীক্ষায় জিপিএ এর যোগ ফল মোট ৭.০০ আছে সে সকল প্রার্থীরায় শুধু মাত্র ভর্তির জন্য আবেদন করতে পারবেন।
- IGCSE/O Level এবং IAL/GCE A Level বা সমমানের বিদেশি ডিগ্রিধারীদের ক্ষেত্রে সমতা নিরুপণ করতে হবে। প্রার্থীদের নিজ নিজ বিভাগের যোগ্যতা পূরণ করতে হবে অর্থাৎ বিজ্ঞপ্তির ১৮ নং ধারা নিরুপণ করতে হবে।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত ৭ কলেজ যে সকল পরীক্ষার্থী ২০১৭ বা তার পরে অনুষ্ঠিত IGCSE/O Level পরীক্ষায় ৫টি বিষয়ে এবং IAL/GCE A Level পরীক্ষায় ২০২২ সালের পরে প্রকাশিত ফলে ২ টি বিষয়ে উত্তির্ণ হতে হবে (IAL/GCE A Level এর সর্বশেষ পরীক্ষারন সনদ উক্ত পরীক্ষার পাশের বছর হিসেবে ধরা হবে) এবং উক্ত ৭ টি বিষয়ের ৪ টিতে B এবং ৩টি বিষয়ে C গ্রেড পেয়েছে তাদের এবং অন্যন্য ডিপ্লোমা ডিগ্রিধারী পরীক্ষার্থীদের ভর্তি হতে অনলাইনে আবেদন করতে হবে।
- O Level এবং A Level পরীক্ষায় প্রাপ্ত লেটার গ্রেড পয়েন্ট A=5.0, B=4.0, C=3.5
ভর্তি পরীক্ষা
- ভর্তি পরীক্ষা ১৭ জুন ২০২৩ তরিখে রোজ শনিবার সকাল ১১:০০ ঘটিকায় অনুষ্ঠিত হবে।
- ভর্তি পরীক্ষায় ১০০ নম্বরের প্রশ্ন থাকবে ৪০ নম্বর সর্ব নিম্ন পেতে হবে।
- ২০২২ সালের এইচএসসি সিলেবাস অনুযায়ী প্রশ্ন হবে পদার্থও রসায়ন সহ মোট ৪টি বিষয়ে পরীক্ষা দিতে হবে প্রতিটি বিষয়ে ২৫ মার্ক।
- উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান বিভাগের পরীক্ষার্তীরা পদার্থ,রসায়ন,গণিত ও জীববিজ্ঞান বিষয়ে পরীক্ষা দিবেন তবে কোন শিক্ষার্থী ৪ র্থ বিষয়ের পরিবর্তে বাংলা বা ইংরেজি বিষয়ে পরীক্ষা দিবেন।
- একজন পরীক্ষার্থী কোন বিষয়ে অধ্যায়ন করবেন তা নির্ভর করবেন এইচএসসি তে সে কোন কোন বিষয়ে অধ্যায়ন করেছেন তার উপর। বিজ্ঞান বিভাগে শুধূ মাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ভর্তি হতে পারবেন।
- এক ইউনিটের পরীক্ষার্থী অন্য ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে পারবেন না। বিজ্ঞান বিভাগের কোন পরীক্ষার্থী যদি মানবিক বা বাণিজ্য বিভাগে পড়তে চান তাহলে পরীক্ষায় উত্তির্ণ হওয়ার পরে বিভাগ পছন্দক্রমে তা উল্লেখ করতে হবে।
আরও পড়ুন :- এসএসসি পরীক্ষার রুটিন ২০২৩ ( সকল বোর্ড )
বিজ্ঞান বিভাগে ভর্তি পরীক্ষার নম্বর বন্টন
১২০ নম্বরের ভিত্তিতে পরীক্ষা গ্রহণ ও শিক্ষার্থীদের মেধা তালিকা করা হবে। মাধ্যমিক বা সমমানের এবং উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ২ দিয়ে গুণ করে এই ২ এর যোগফল ১০০ মার্ক এর MCQ পরীক্ষার প্রাপ্ত নম্বরের সাথে যুক্ত করে মেধা তালিকা প্রকাশ করা হবে। মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় প্রাপ্ত জিপিএ কে ১০ নম্বর। উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় প্রাপ্ত জিপিএ কে ১০ নম্বর। এবং ভর্তি পরীক্ষার ১০০ নম্বরে বিভক্ত এই ১২০ নম্বর।
পদার্থ | ২৫ |
রসায়ন | ২৫ |
জীববিজ্ঞান | ২৫ |
গণিত | ২৫ |
বাংলা | ২৫ |
ইংরেজি | ২৫ |
মোট ১০০ |
বাংলা এবং ইংরেজি অপশনাল ৪র্থ বিষয়ের পরিবর্তে পরীক্ষা দেওয়া যাবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত ৭ কলেজ আবেদনের সময়সীমা
- অনলাইনে আবেদনের ওয়েবসাইট https://collegeadmission.eis.du.ac.bd
- আবেদন শুরু ২ এপ্রিল ২০২৩ তারিখ হতে
- আবেদন শেষ ৩০ এপ্রিল ২০২৩ রাত ১১:৫৯ পর্যন্ত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত ৭ কলেজ ভর্তি আবেদন করবো কিভাবে
- https://collegeadmission.eis.du.ac.bd এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
- মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সঠিক তথ্য প্রদতান করতে হবে।
- বর্তমান ঠিকানা
- মোবাইল নম্বর
- মাতা পিতার জাতীয় পরিচয় পত্রের কপি ( ঐচ্ছিক )
- কোটা সংক্রান্ত তথ্য ( প্রযোয্য ক্ষেত্রে )
- ওয়েবসাইটে উল্লেখিত সাইজের ছবি প্রয়োজন হবে।
৭ কলেজে ভর্তি পরীক্ষার আবেদন ফি প্রদান করবো কিভাবে
আবেদনকারীকে দেশের ৪টি রাস্ট্রায়ত্ত্ব বাণিজ্যক ব্যাংকের ( সোনালী, জনতা, অগ্রাণী ও রুপালী ) যে কোন শাখায় নির্ধারীত সময়ের মধ্যে ডেবিট/ক্রেডিট কার্ড, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস( যেমন: নগদ/বিকাশ/রকেট) মাধ্যমে ভর্তি পরীক্ষার আবেদন ফি ৬০০ টাকা জমা দিতে হবে। আবেদন ফি জমা দেওয়ার বিস্তারিত তথ্য উক্ত ভর্তি কতৃপক্ষের অফিসিয়াল ওয়েবসেইটে পাওয়া যাবে।
ঢা.বি অধিভূক্ত ৭ কলেজ ভর্তি পরীক্ষায় কোটা পদ্ধতি
- প্রযোয্য হলে ৭ কলেজ সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক/ কর্মকর্তা/ কর্মচারিদের ওয়ার্ডকোটা শুধু মাত্র ( ছেলে/ মেয়ে/ স্বামী/ স্ত্রী )
- উপজাতি/ ক্ষুদ্র নৃ- গোষ্ঠি, হরিজন ও দলিত সম্প্রদায়/ প্রতিবন্ধি ( দৃষ্টি,বাক, শ্রবণ, শারীরিক ও নিউরো- ডেভেলপমেন্টাল ডিজঅর্ডারস)
- মুক্তি যোদ্ধা ( সন্তান/নাতি/নাতনি) কোটা
- এই কোটার মধ্যে পরীক্ষার্থী যে কোটায় ভর্তি হতে ইচ্ছুক অনলাইনে আবেদনের সময় উক্ত কোটার ঘরে টিক দিতে হবে।
- প্রতিটি কোটার জন্য উপযুক্ত প্রমাণ দাখিল করতে হবে।
- খেলোয়াড় কোটায় শুধূমাত্র বিকেএসপি এর এইচএসসি পাশ পরীক্ষার্থীরা আবেদন করতে পারবেন উপযুক্ত সনদ স্বাপেক্ষে।
সমতা নিরুপণ :
O Level/ A Level/ সমমানের বিদেশি পাঠ্যক্রম বা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হতে উত্তির্ণ শিক্ষার্থীদের সমতা নিরুপণ করার জন্য https://collegeadmission.eis.du.ac.bd এই ওয়েবসাইট প্রবেশ করে Equivalance Application মেনুতে আবেদন করতে পারবেন। সমতার জন্য আবেদন করলে আবেদন ফি সাথে সাথে জমা দিতে হবে। সমতা নিরুপনের পরে Equivalance ID ব্যাবহার করে সাধারণ শিক্ষার্থীর মতো তারা ও ভর্তির জন্য আবেদন করতে পারবেন। এই সকল পরীক্ষার্থীদের ক্ষেত্রে গ্রেড নম্বর হবে নিম্নরুপ A=5.0, B=4.0, C=3.5, D=3.0