বাংলাদেশের ডেন্টাল ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২৩ শিক্ষাবর্ষ এখানে প্রকাশ করা হয়েছে। বাংলাদেশের সকল সরকারি ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষার মাধ্যেমে ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে। শিক্ষাবর্ষ (২০২২-২০২৩) এ ভর্তির লক্ষ্য এখানে প্রকাশ করা হয়েছে ডেন্টাল ভর্তি বিজ্ঞপ্তি। আবেদন কারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। এই ভর্তি পরীক্ষার মাধ্যেমে বাংলাদেশের সকল সরকারি ডেন্টাল মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তি করানো হবে।
ডেন্টাল ভর্তি যোগ্যতা ২০২৩
- ২০২২-২৩ শিক্ষাবর্ষ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছিুক শিক্ষার্থীকে ২০২২ সালে এইচএসসি/’এ’ লেভেল/সমমানের পরীক্ষায় ও ২০২০ বা ২০২১ সালের এইচএসসি/’ও’ লেভেল/সমমান ও ২০১৯ সালে এসএসসি/’ও’ লেভেল/সমমান পরীক্ষায় উত্তির্ণ হতে হবে। এইচএসসি পাশের ২ বছরের মধ্যে এসএসসি পাশ হতে হবে। এসএসসি/’ও’ লেভেল/সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ হতে এবং এইচএসসি/’এ’ লেভেল/সমমানের পরীক্ষায় জীব বিজ্ঞান,পদার্থ ও রসায়নসহ উত্তির্ণ পরীক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষার মোট পয়েন্ট ৯.০০ থাকতে হবে। উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষার মোট পয়েন্ট ৮.০০ থাকতে হবে। এবং যে কোন একক পরীক্ষায় ৩.৫০ এর নিচে পয়েন্ট থাকলে প্রার্থী আবেদন করতে পারবেন না। জীব বিজ্ঞান বিষয়ে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় নূন্যতম ৪.০ থাকতে হবে সকলের ক্ষেত্রে।
- বাংলাদেশী নাগরিক যারা বিদেশি শিক্ষা O Level ও A Level কার্যক্রমে এসএসসি/ এইচএসসি এর সমমানের পরীক্ষায় উত্তির্ণ তাদের মার্কসীট বাংলাদেশে প্রচলিত গ্রেডে রুপান্তর করে Equivalance Certificate সংগ্রহ করার পরে অনলাইনে আবেদন করতে পারবেন। চিকিৎসা শিক্ষা,স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, মহাখালী ঢাকা বরাবর ২০০০/- টাকা ব্যাংক ড্রপ এর মাধ্যেমে প্রদান করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর মেডিকেল এডুকেশন শাখার ২০৪ নম্বর কক্ষ হতে Equivalance Certificate সংগ্রহের সময় ID নম্বর নিতে হবে।Equivalance Certificate সংগ্রহের সময় এসএসসি/ এইচএসসি এর সমমানের পরীক্ষার মূল নম্বর পত্র এবং সনদ পত্র আর মূল নম্বর পত্র এবং সনদ পত্র প্রাদন কারি কতৃপক্ষ কতৃক প্রদান করা সত্যায়িত কপি।
- বাংলাদেশী নাগরিক যারা বিদেশ থেকে এসএসসি/ এইচএসসি এর সমমানের পরীক্ষায় উত্তির্ণ তাদের নম্বর পত্র ও সনদ বাংলাদেশি দূতাবাস/হাইকমিশন, সংশ্লিষ্ট দেশের বাংলাদেশের জন্য নির্ধারিত দূতাবাস/হাইকমিশন এবং শিক্ষা মন্ত্রনালয়/পররাষ্ট্র মন্ত্রনালয় ঢাকা বাংলাদেশ হতে আবশ্যক সত্যায়িত হতে হবে। বিদেশী পাসপোর্ট ধারীরা আব্দেন করতে পারবেন না।
- বাংলাদেশী নাগরিক বিদেশে বিডিএস কোর্সে অধ্যায়ন করতে চাইলে তাকে অবশ্যই এই দেশের ভর্তি পরীক্ষায় ৪০ নম্বর পেয়ে পাশ করতে হবে।
ডেন্টাল ভর্তি পরীক্ষার মার্ক বিবরণ
১০০ মার্ক এর এমসিকিউ প্রশ্ন এর পরীক্ষা গ্রহণ করা হবে সময় ১ ঘন্টা। এসএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর ডেন্টাল ভর্তিতে ১৫ গুণ = ৭৫ নম্বর। ডেন্টাল ভর্তিতে এইচএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর ২৫ গুণ = ১২৫ নম্বর।
জীববিজ্ঞান | ৩০ |
রসায়ন | ২৫ |
পদার্থ | ২০ |
ইংরেজি | ১৫ |
সাধারণ জ্ঞান | ১০ |
প্রতি ভূল উত্তরের জন্য ০.২৫ মার্ক কাটা যাবে ডেন্টাল ভর্তি পরীক্ষায়। ৪০ এর কম নম্বর প্রাপ্ত পরীক্ষার্তীরা অকৃত কার্য বলে গণ্য হবে। এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ মোট ২০০ নম্বরে বিভক্ত হবে। ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং অনুচ্ছেদ ৭ মতাবেক প্রাপ্ত নম্বর দ্বারা মেধা তালিকা নির্ধারণ করা হবে। আগের বছরের এইচএসসি পরীক্ষার্থীদের ক্ষেত্রে প্রাপ্ত নম্বর থেরেক ৫ নম্বর বাদ দিয়ে, কোন সরকারি মেডিকের বা ডেন্টাল কলেজে পড়া ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রে ৮ মার্ক বাদ দিয়ে মেধা তালিকা বানানো হবে।
বি.দ্র : অনলাইনে আবেদন এর ওয়েবসাইটে www.dgme.gov.bd এ প্রকাশিত বিজ্ঞপ্তি ভালো পড়ে তারপরে আবেদন করতে হবে।
আরও পড়ুন :- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত ৭ কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩
অনলাইনে আবেদন ও পরীক্ষার সময়সীমা
- ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য অনলাইনে আবেদন করতে হবে।
- অনলাইনে আবেদন শুরু :- ২৮-০৩-২০৩ খ্রি: মজ্ঞলবার সকাল ১০.০০ মিনিট হতে।
- অনলাইনে আবেদন শেষ :- ০৮-০৪-২০২৩খ্রি: শনিবার রাত ১১.৫৯ মিনিট ।
- অনলাইনে আবেদন ফি প্রদানের শেষ তারিখ ০৯-০৪-২০২৩খ্রি: রবিবার রাত ১১.৫৯ মিনিট ।
- প্রবেশ পত্র বিতরণ: ৩০-০৪-২০২৩ হতে ০২-০৫-২০২৩ পর্যন্ত।
- ভর্তি পরীক্ষার তারিখ: ০৫-০৫-২০২৩ তারিখ সকাল ১০.০০ টা থেকে ১১.০০ টা।
- অনলাইনে আবেদনের তথ্য www.dgme.gov.bd , http://dgme.teletalk.com.bd ও www.mefwd.gov.bd এই ওয়েবসাইট জানা যাবে।
- আবেনপত্র থেকে সকল কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে করা হবে।
- কোটার প্রার্থীদের ক্ষেত্রে নির্ধারিত নিয়োম অনুসরণ করা হবে।
- প্রার্থীর প্রদান করা তথ্য ভূল প্রমাণিত হলে আবেদন বাতিল বলে গণ্য হবে।
অনলাইনে আবেদনের নিয়মাবলী
- অনলাইনে আবেদন পূরণ করার আহে ভর্তি বিজ্ঞপ্তিটি ভালো ভাবে পড়তে হবে।
- টেলিটক সিমের মাধ্যমে আবেদন ফি ১০০০ টাকা প্রদান করতে হবে। ফি প্রদানের পরে আবেদনের তথ্য সংশোধন করা যাবে না। ফি প্রদানের পরে তথ্য
- সংশধন করতে পূনরায় আবেদন করতে হবে এবং আবেদন ফি আবার প্রদান করতে হবে।
- ৩০০ * ৩০০ Pixel মাপের প্রার্থীর রঙিন ছবি ( jpg) নির্দিষ্ট স্থানে আপলোড করতে হবে। ফাইলের সাইজ ১০০ KB এর মধ্যে হতে হবে।
- ৩০০*৮০ Pixel মাপের প্রার্থীর স্বাক্ষর ( jpg) নির্দিষ্ট স্থানে আপলোড করতে হবে। ফাইলের সাইজ ৬০ KB এর মধ্যে হতে হবে।
- বিজ্ঞপ্তির ২৩.৩ ধারা মতাবেক ছবি ও স্বাক্ষর আবেদনের আগে সংরক্ষন করুন।
- ইংরেজিতে নিজের জেলা , বর্তমান ও স্থায়ী ঠিকানা ( জেলা/থানা, পোস্টকেড) লিখিত ভাবে নিজের কাছে সংরক্ষণ করতে হবে।
- ভর্তির জন্য কলেজ সমূহের নাম পছন্দে রাখতে হবে নিজের কাছে এই কাজের জন্য অভিবাবকের সাহায্য নিতে পারেন। কলেজের কোডগুলো মনে রাখতে হবে।আবেদনের সময় প্রার্থীর পছন্দের কলেজের ক্রম উল্লেখ করতে হবে।
- পরীক্ষার কেন্দ্র নির্বাচনে সারণি ১ প্রয়োজন।
- উপর্যুক্ত তথ্য ও নিয়মাবলির কপি প্রস্তুত থাকেলে http://dgme.teletalk.com.bd এই সাইটে প্রবেশ করে বিজ্ঞপ্তি ভালো ভাবে পড়ে প্রথম পৃষ্টাতে ফেরত আসতে হবে।
- প্রথম পেইজে এসএসসি এবং এইচএসসি বা সমমানের পাশ পরীক্ষার্থীদের জন্য এবং অপরটি O Level ও A Level আর বিদেশ থেকে পাশ করা পরীক্ষার্থীদের জন্য। দ্বিতীয় ধরণের পরীক্ষার্থীদের সরাসরি চিকিৎসা শিক্ষা,স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, মহাখালী ঢাকা তে আবেদন করনতে হবে quivalance Certificate সংগ্রহের সময় ID নম্বর দিয়ে আবেদন করতে হবে।
- প্রথম অপশনে ক্লিক করে পৃষ্টার নিচে Next লিখা বাটনে ক্লিক করে দ্বিতীয় পৃষ্টা আসবে।
- এখানে এসএসসি এবং এইচএসসি বা সমমানের রোল নম্বর, রেজিট্রেশন নম্বর, বোর্ড, বছর সঠিক ভাবে পূরণ করতে হবে। উপজাতীয় কোটার ক্ষেত্রে Tribal applicant অপশনে ক্লিক করতে হবে। উপজতি কোটার ক্ষেত্রে জেলা সনদের স্মারক নম্বর/সনদ নম্বর অনলাইনে ডাটা এট্রি করতে হবে।
- আবেদনে কোন ভূল হলে রিসেট করে আবার পূরণ করতে হবে।
ডেন্টাল আবেদন করবো কিভাবে
- আবেদন ফরমে নির্দিষ্ট স্থানে পিতা-মাতার নাম, প্রার্থীর নাম, এবং গ্রেড ও O Level ও A Level আর বিদেশ এর তথ্য পূরণ করতে হবে।
পরীক্ষা ইংরেজি অপশনে ক্লিক করে প্রশ্নের ধরণ ইংরেজি সিলেক্ট করতে হবে। - নিজ জেলা পূরণ করতে হবে। জন্ম নিবন্ধনের নম্বর প্রদান করতে হবে। জেলা কোটায় ভর্তি হলে ভর্তির সময় জেলার প্রমাণ সনদ দেখাতে না পারলে প্রার্থীতা বাতিল বলে গণ্য হবে। ২০২১ সালের গেজেটে জেলা কোটা নির্ধারিত না হলে ২০১১ সালের গেজেট অনুসরণ করা হবে।
- Tribal কোটা পূর্বে সিলেক্ট করলে পরে সেই কোটার লিস্ট থেকে একটি সিলেক্ট করতে হবে।
- মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে Eligible for Freedom Fighter Quota ক্লিক করতে হবে । মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ের স্মারক নং ৪৮.০০.০০০০.০০৩.২৫.০১৯.২০.৮৭৫ প্রকাশিত পত্র অনুসারে গেজেট নম্বর অনলাইনে এন্ট্রি করতে হবে ডেন্টাল পরীক্ষার্থীদের। ভর্তি পরীক্ষায় উত্তির্ণ হলে
- মুক্তিযোদ্ধার গেজেট নম্বর দ্বারা অনলিইনে সত্যতা যাচাই করা হবে। তথ্য ভূল প্রমাণিত হলে প্রার্থীর ভর্তি বাতিল করা হবে।
- বর্তমান ও স্থায়ী ঠিকানা একই হলে স্থায়ী ঠিকানার সামনের বাটনে ক্লিক করতে হবে।
- প্রার্থীর বৈধ মোবাইল নম্বর প্রদান করতে হবে উক্ত মোবাইল নম্বরে ইউজার আইডি ও পাসওয়ার্ড প্রদান করবে ডেন্টাল ভর্তি কতৃপক্ষ।
- এবারে নিজ পছন্দের কলেজ সিরেক্ট করতে হবে বাম পাশের কলেজের লিস্ট থেকে পছন্দের কলেজ বেছে নিয়ে ADD বাটনে ক্লিক করলে তা ডান দিকে চলে আসবে। এভাবে কলেজ সিলেক্ট করতে হবে প্রার্থীকে ঢাকা ডেন্টাল কলেজ ঢাকা সহ সকল পছন্দের কলেজ টিক দিতে হবে।
- প্রার্থীর সঠিক সাইজের ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে।
- Validation Code নির্দিষ্ট স্থানে বসাতে হবে।
- এবং সব শেষে Declaration বাটনে ক্লিক করে Submit বাটনে চেপে আবেদন সম্পন্ন করতে হবে।
- আবেদন পত্রে কোন তথ্য কোন ভাবে ভূল হলে আবেদন পত্রটি পূনরায় সঠিক ভাবে পূরণ করতে হবে। আবেদন ফি প্রদান করা হয়ে গেলে কোন ভাবে তা আর সংশোধন করা যাবে না।
আরও পড়ুন :- ভূমি মন্ত্রনালয়ে চাকরি বিজ্ঞপ্তি ২০২৩
ডেন্টাল ভর্তি আবেদন ফি প্রদানের নিয়োম
টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে ডেন্টাল ভর্তি আবেদন ফি প্রদান করতে হবে। এসএমএস এর মাধ্যেমে এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে এবং আবেদনের সময় প্রাপ্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড এই পেমেন্ট সম্পন্ন করতে বাধ্যতা মূলক ভাবে প্রয়োজন হবে। আমরা এখানে প্রকাশ করেছি ডেন্টাল ভর্তির আবেদন ফি প্রদানের সঠিক নিয়োম এই নিয়োম অনুসরণ করে প্রার্থীরা খুব সহজে তাদের আবেদন ফি প্রদান করতে পারবেন।
BDS Message User ID
মোবাইলের Message অপশনে প্রবেশ করে BDS লিখে স্পেস দিয়ে User ID লিখে 16222 নম্বরে SMS করতে হবে।
উদাহরণ:- BDS<space> User ID
পরীক্ষার্থীদের কাছে ফিরতি এসএমএস পাঠানো হবে তাতে পরীক্ষার্থীর নাম , পিন কোড, এবং ১০০০ টাকা আবেদন ফি কাটার জন্য সম্মতি চাওয়া হবে। তার জন্য পূনরায় মেসেজ অপশনে গিয়ে-
মোবাইলের Message অপশনে প্রবেশ করে BDS লিখে স্পেস দিয়ে YES লিখে স্পেস দিয়ে PIN লিখে স্পেস দিয়ে পছন্দ্রে চারটি Centre Code কমা দিয়ে লিখে 16222 নম্বরে SMS করতে হবে।
উদাহরণ:- BDS<space>YES<space>15498558<space>14,58,36,95
14,58,36,95 এই নম্বর হলো পরীক্ষা কেন্দ্রে কোড নম্বর। এবং পরের এসএমএস এ প্রার্থীকে অভিন্দন জানিয়ে আবেদন ফি ১০০০ টাকা কেট নেওয়া হবে এবং একটি User ID ও পাসওয়ার্ড প্রদান করবে ডেন্টাল ভর্তি কতৃপক্ষ।
ডেন্টাল ভর্তি পরীক্ষার প্রবেশ পত্র ডাউনলোড ২০২৩
ডেন্টাল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ০৫-০৫-২০২৩ তারিখ সকাল ১০.০০ টা থেকে ১১.০০ টা পর্যন্ত। সঠিক যোগ্যতা সম্পন্ন সকল পরীক্ষার্থীরা এই ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন। প্রবেশ পত্র বিতরণ: ৩০-০৪-২০২৩ হতে ০২-০৫-২০২৩ পর্যন্ত। এই তারিখের মধ্যে ডেন্টাল ভর্তি কতৃপক্ষ কতৃক প্রদানকৃত User ID ও পাসওয়ার্ড ব্যবহার করে www.dgme.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে পরীক্ষার প্রবেশ পত্র ডাউনলোড করতে হবে।
শেষ কথা
আমার এখানে প্রকাশ করেছি ডেন্টাল মেডিকেল কলেজের ভর্তি বিজ্ঞপ্তিপরীক্ষার ফলাফল। প্রার্থীরা এই ওয়েবসাইট থেকে তাদের ডেন্টাল মেডিকেল কলেজের পরীক্ষার ফলাফল এবং বিজ্ঞপ্তি ডাউনলোড করতে পারবেন। ডেন্টাল মেডিকেল কলেজের পরীক্ষায় লিখিত পরীক্ষাতে যত জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে মেধা ভিত্তিক ভাবে উত্তির্ণ প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করে ভর্তি করানো হবে। সকল পরীক্ষার্থী তাদের ডেন্টাল মেডিকেল কলেজের পরীক্ষার রেজাল্ট PDF সহ দেখতে পাবেন এই ওয়েবসাইটে। PDF সহ বাংলাদেশ ডেন্টাল মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি ডাউনলোড এর জন্য এখানে ক্লিক করুন।