চট্রগ্রাম মেডিকেল কলেজে এক বিশাল চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।চট্রগ্রাম মেডিকেল কলেজের বিভিন্ন পদে এই নিয়োগ প্রদান করা হবে। বিভিন্ন ক্যাটাগরি ও পদে সঠিক যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে। ৬ টি পদে ৪৯ জন প্রার্থীকে চাকরি প্রদান করা হবে। উক্ত পদের জন্য সঠিক যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের নাগরিক এর কাছে আবেদন গ্রহণ করবে চট্রগ্রাম মেডিকেল কলেজ এর নিয়োগ কমিটি। চট্রগ্রাম মেডিকেল এর বিভিন্ন পদে এই চাকরি নিয়োগ পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে এবং যোগ্য প্রার্থীদের চটাকরি প্রদার করা হবে। মেডিকেল কলেজে আবেদন করার সময় প্রার্থীকে তার সঠিক তথ্য প্রদান স্বাপেক্ষে আবেদন করতে হবে।
চট্রগ্রাম মেডিকেল কলেজে নিয়োগ বিস্তারিত
অনলাইনের মাধ্যমে যোগ্য প্রার্থীদের হতে আবেদন গ্রহণ এবং চাকরি পরীক্ষার মাধ্যেমে নিয়োগ দেওয়া হবে। CMC তে অস্থায়ী ভাবে এই নিয়োগ প্রদান করা হবে। স্মারকনং ৫৯.২৭.০০০০.১১.০২৫.২০২৩.০০৯/৫৯০ এর অনুসারে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়ছে। CMC নিয়োগ পরীক্ষায় যে সকল প্রার্থী পরীক্ষায় উত্তির্ণ হবেন চূড়ান্ত ভাবে সে সকল প্রার্থীকে উল্লেখিত শূ্যে পদে চাকরিতে বহাল করা হবে। ৬ টি পদে মোট ৪৯ জন জনকে নিয়োগ দেবে CMC।
১. ইমাম = ১ জন
২. সাটঁলিপিকার কাম কম্পিউটার অপারেটর = ১ জন
৩. স্টোর কিপার = ১ জন
৪. অফিস সহকারি কাম কম্পিউটার মুদ্রক্ষরিক= ৫ জন
৫.টেক্সিডারমিস = ১ জন
৬.অফিস সহায়ক = ৪০ জন
এক নজরে চট্রগ্রাম মেডিকেল কলেজে চাকরি বিস্তারিত
চাকরির ধরণ : | সরকারি চাকরি |
পদের নাম : | বিভিন্ন |
চাকরির প্রতিষ্ঠান : | চট্রগ্রাম মেডিকেল কলেজ |
আবেদনের লিংক : | http://cmc.teletalk.com.bd |
অফিসিয়াল ওয়েবসাইট : | www.cmc.gov.bd |
আবেদনের মাধ্যম : | অনলাইন |
পদের সংখ্যা : | বিভিন্ন |
চট্রগ্রাম মেডিকেল কলেজে আবেদন করবো কিভাবে
এখানে চট্রগ্রাম মেডিকেলে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি তে অনলাইনে আবেদন কারর সঠিক পদ্ধতি এখানে আমরা প্রকাশ করেছি। ৬ টি পদে মোট ৪৯ জনকে এই প্রকল্পে অস্থায়ী ভাবে চাকরি প্রদান করা হবে। CMC তে আবদনের জন্য এখানে প্রকাশিত পদ্ধতিতে প্রার্থীরা তাদের অনলাইনে আবেদন পত্র সঠিক ভাবে পূরণ করতে পারবেন। আমারা একানে প্রকাশ করেছি CMC এর বিভিন্ন পদে আবেদনের সঠিক পদ্ধতি। চট্রগ্রাম মেডিকেলে আবেদনের নিয়োম বর্ণনা করা হলো :-
- অনলাইনে আবেদনের জন্য http://cmc.teletalk.com.bd তে ক্লিক করুন।
- CMC অনলাইনে আবেদন পত্র পূরণ করুন।
- CMC তে আবেদনের সময় ছবির সাইজ ( দৈর্ঘ ৩০০ ও প্রস্থ ৩০০ ) PIXEL যা ১০০KB এবং স্বাক্ষর ( দৈর্ঘ ৩০০ ও প্রস্থ ৮০ ) PIXEL যা হবে ৬০KB।
- আবেদন পত্র সঠিক এবং নির্ভুল ভাবে পূরণের পরে নিয়োগ কমিটির ওয়েবসাইটে তথ্য প্রেরণের জন্য সাবমিট বাটনে ক্লিক করতে হবে।
- তথ্যর সঠিকতা চেক করা অধিক জরুরি।
- আবেদন সম্পন্ন হলে ইউজার আইডি সহ একটি অ্যপ্লিকেশন কপি পবেন তা নিয়োগের সকল ক্ষেত্রে প্রয়োজন এইট সংগ্রহ করতে হবে।
CMC পেমেন্ট প্রক্রিয়া SMS এর মাধ্যেমে
CMC এর পেমেন্ট প্রিপেইড টেলিটক সিমের মাধ্যেমে প্রদান করতে হবে। CMC এর প্রতিটি পদের জন্য সরকার কতৃক নির্ধারিত আবেদন ফি প্রদান করে আবেদন সম্পন্ন করতে হবে । এই প্রকল্পে আবেদনের জন্য পদের পাশে ইল্লেখিত শিক্ষাগত যোগ্য তা থাকা আবশ্যক। CMC অনলাইনে আবেদন করার পরে ৭২ ঘন্টর মধ্যে টোলটক সিমের মাধ্যেমে আবেদন ফি জমা দিতে হবে । আবেদন ফি যথা সময়ে প্রদান না করা হলে চট্রগ্রাম মেডিকেল কলেজে আবেদন বাতিল বলে গণ্য হবে । বাংলাদেশের যে কোন সরকারি চাকরির মতো চট্রগ্রাম মেডিকেল কলেজে এর আবেদন ফি প্রদানের জন্য ২ টি এসএমএস এর মাধ্যেমে পেমেন্ট প্রক্রিয়া সম্পন্ন করতে হয় টেলিটক সিমের মাধ্যেমে। যথা:-
প্রথম SMS : CMC<space>USER ID লিখে ১৬২২ নম্বরে প্রেরণ করতে হবে
EXAMPLE : CMC 1458852gfhgf
উক্ত এসএমএস প্রার্থীদের প্রদান করা মোবাইল নম্বরে টেলিটক হতে প্রার্থীকে স্বাগত জানানো হবে এবং একটি পিন নম্বর ও পরীক্ষার ফি প্রদানের জন্য বলা হবে।
দ্বিতীয় SMS : CMC<space>YES<space>PIN লিখে ১৬২২ নম্বরে প্রেরণ করতে হবে
EXAMPLE : CMC YES 5464156+
চট্রগ্রাম মেডিকেল এই এসএমএস প্রেরণের পরে পেমেন্ট সম্পন্ন হয়েছে মর্মে একটি এসএমএস প্রদান করবে টেলিটক এবং ইউজার আইডি ও পাসওয়ার্ড প্রদান করবে।
সম্মিলিত ৯ ব্যাংক সিনিয়র অফিসার লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৩
চট্রগ্রাম মেডিকেল কলেজে আবেদন ফি
- ১ নং পদের আবেদন ফি= ৩০০ টাকা এবং টেলিটক এর সার্ভিস ফি ৩৪ টাকা মোট = ৩৩৪ টাকা
- ২,৩ ও ৪ নং পদের আবেদন ফি= ২০০ টাকা এবং টেলিটক এর সার্ভিস ফি ২৩ টাকা মোট = ২২৩ টাকা
- ৫ হতে ৬ নং পদের আবেদন ফি = ১০০ টাকা এবং টেলিটক এর সার্ভিস ফি ১২ টাকা মোট= ১১২ টাকা
চট্রগ্রাম মেডিকেল কলেজে নিয়োগে আবেদনের তারিখ ২০২৩
চট্রগ্রাম মেডিকেল কলেজে প্রকাশিত এই বিশাল নিয়োগে যোগ্য প্রার্থীদের নিয়োগ পরীক্ষার মাধ্যেমে চাকরি জন্য বাছাই করা হবে আবেদনের জন্য একটি যোগ্যতা থাকা আবশ্যক। CMC এর এই নিয়োগে যোগ্য প্রার্থীদের নিকট হতে আবেদন আহবান করা হয়েছে।
- CMC অনলাইনে আবেদন শুরুর তারিখ ২০/০২/২০২৩ খ্রি. সকাল ১০.০০ ঘটিকা।
- CMC অনলাইনে আবেদনের সময় শেষ এর তারিখ ২০/০৩/২০২৩ খ্রি. বিকাল ৫.০০ ঘটিকা।
- আবেদন ফি জমাদানের সময় ৭২ ঘন্টা।
আবেদন ফরম পূরণ ও নিয়োগের শর্তাবলী
- সরকার নির্ধারিত বিশেষ কোটায় চাকরি প্রার্থীদের সরকারি বিধান অনুসারে কোটার প্রমাণ প্রদান করতে হবে।
মৌখিক পরীক্ষার সময় সকল সনদের মূল কপি, Aplliciant’s ID সহ সকল সনদের ১ সেট সত্যায়িত কপি। - প্রার্থীদের ১ কপি সত্যায়িত রঙিন কপি।
- জেলান স্থায়ী বাসিন্দা প্রমাণে নাগরিক সনদ পত্র।
- জতীয় পরিচয় পত্রের সত্যায়িত কপি।
- মুক্তিযোদ্ধা/বীর মুক্তিযোদ্ধার কোটার ক্সেত্রে আবেদন কারি যে মুক্তিযোদ্ধা/বীর মুক্তিযোদ্ধার পুত্র/কন্যা বা নাতি নাতনি সেই সম্পর্ক
- উল্লেখ করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ পৌরসভার মেয়র/ কতৃক প্রত্যায়ন পত্র।
- আবেদনের সময় সর্বশেষ শিক্ষা অর্জনের বিষয় উল্লেখ করতে হবে।
- নিয়োগের ক্ষেত্রে নিয়োগ কতৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত।
- ভূল আবেদন গ্রহণ যোগ্য নয়।
- সরকারের সর্বশেষ নীতিমালা অনুসরণ করে নিয়োগ প্রদান করা হবে।
CMC চাকরি পরীক্ষার প্রবেশ পত্র ডাউনলোড
CMC প্রবেশ পত্র ডাউনলোড এর জন্য প্রার্থীকে সংশ্লিষ্ট অধিদপ্তর থেকে মোবাইল এসএমএস এর মাধ্যেমে একটি তথ্য প্রেরণ করতে হবে। মেডিকেল কলেজে প্রবেশ পত্র ডাউনলোড ও পরীক্ষার সময় জানানোর জন্য মূলত এই এসএমএস প্রদান করা হবে। বিভিন্ন পদে নিয়োগ প্রার্থীদের মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যেমে সঠিক সময়ের মধ্যে প্রবেশ পত্র ডাউনলোড এর বিষয়টি জানানো হবে। এসএমএস প্রাপ্তির পরে CMC এর প্রকাশিত ওয়েবসাইটে প্রবেশ করে প্রবেম পত্রন ডাউনলোড করতে হবে http://baec.teletalk.com.bd এই লিংক এ প্রবেশ করে নিয়োগ পরীক্ষার প্রবেশ পত্র ডাউনলোড করতে পারবেন প্রার্থীরা। CMC প্রবেশ পত্র ডাউনলোড এর জন্য ইউজার আইডি ও পাসওয়ার্ড প্রয়োজন। CMC এর প্রবেশ পত্র ইউজার আইডি ও পাসওয়ার্ড ছাড়া ডাউনলোড করা যাবে না। এছাড়া ও নিয়োগ সম্পর্কে যে কোন তথ্য জানতে www.cmc.gov.bd অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে প্রার্থীরা।
শেষ কথা
এখানে প্রকাশ করা হয়েছে চট্রগ্রাম মেডিকেল কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি। CMC এর নিয়োগ সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিয়োগ পত্রটি মনোযগ সহকারে একবার পড়ুন। আমারা এখানে চট্রগ্রাম মেডিকেল কলেজে নিয়োগের সকল তথ্য আপলোড করবো । এছাড়া ও আরও তথ্য পেতে CMC অফিসিয়াল ওয়েবসাইট ফলো করতে পারবেন প্রার্থীরা।